Japan provides rescue boats to Bangladesh Coast Guard/ জাপান সরকার এর পক্ষ থেকে বাংলাদেশ কোস্টগার্ডকে রেসকিউ বোট প্রদান

2021/12/7
                     

Mr. ITO Naoki, Ambassador, Embassy of Japan in Bangladesh (left) with Rear Admiral Ashraful Hoq Chowdhury, Director General, Bangladesh Coast Guard (middle) and Mr. HAYAKAWA Yuho, Chief Representative, JICA Bangladesh (right)

বাংলাদেশে অবস্থিত জাপানের রাষ্ট্রদূত জনাব ইতো নাওকি (অবস্থান), বাংলাদেশ কোস্ট গার্ড এর মহাপরিচালক রিয়ার এডমিরাল জনাব আশরাফুল হক চৌধুরী (অবস্থান) এবং জাইকা বাংলাদেশের প্রধান প্রতিনিধি জনাব হায়াকাওয়া ইউহো,(অবস্থান)

 
    On December 6, the handing over ceremony of rescue boats on Japanese Grant Aid was held at the Bangladesh Coast Guard (BCG) base in Chattogram. H.E. Mr. ITO Naoki, Ambassador of Japan to Bangladesh, Rear Admiral Ashraful Hoq Chowdhury, Director General, Bangladesh Coast Guard and Mr. HAYAKAWA Yuho, Chief Representative, JICA Bangladesh office attended the ceremony. Under this support(about 25 million USD), four 20-meter and twenty 10-meter class rescue boats were provided to Bangladesh Coast Guard to strengthen the disaster and accident rescue and relief system.  “The Japanese government promotes the vision of "Free and Open Indo-Pacific Strategy (FOIP)" for regional peace, stability and prosperity. The provision of this rescue boat is a practical cooperation to FOIP from the perspective of ensuring maritime security and safety. Japan continues such practical cooperation to Bangladesh, being a partner to realizing the vision”, Ambassador Ito said.

    In recent years, Bangladesh has suffered from serious natural disasters such as cyclone and flood. Bangladesh has a well-developed water transport system using the large and small rivers flowing throughout the country and fisheries are actively conducted on the sea and inland waters. The inland waters and maritime areas of Bangladesh have been subjected to major natural disasters and shipping accidents, which have brought significant sufferings to the local people, fishermen and sailors.

   Against this backdrop, this project would play a vital role in building up a disaster relief and rescue operation system. Prior to the establishment of the Bangladesh Coast Guard in 1994, Japan had provided 49 boats to the Bangladesh through grant aid, but this is the first time that Japan has provided assistance to the BCG. The BCG has a wide range of missions, such as combating piracy and human trafficking in the coastal areas of Bangladesh to conducting emergency and rescue operations in coastal areas during natural disasters. It is expected that the rescue boats will play an important role in these activities.
 
 

    ৬ই ডিসেম্বর, চট্টগ্রাম এ বাংলাদেশ কোস্টগার্ড ঘাঁটিতে জাপানি অনুদান সহায়তার অধীনে রেসকিউ বোট (উদ্ধারকারী নৌযান) হস্তান্তর সংক্রান্ত অনুষ্ঠান সংঘটিত হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশে অবস্থিত জাপান দূতাবাস এর রাষ্ট্রদূত জনাব ইতো নাওকি, বাংলাদেশ কোস্টগার্ড এর মহাপরিচালক রিয়ার এডমিরাল জনাব আশরাফুল হক চৌধুরী এবং জাইকা বাংলাদেশের প্রধান প্রতিনিধি জনাব হায়াকাওয়া ইউহো উপস্থিত ছিলেন। এই সহায়তার আওতায় (প্রায় ২৫ মিলিয়ন মার্কিন ডলার) দুর্যোগজনিত ত্রাণ ও উদ্ধার অভিযান ব্যবস্থা জোরদার করতে বাংলাদেশ কোস্টগার্ডকে চারটি ২০ মিটার এবং ২০টি ১০ মিটার শ্রেণীর রেসকিউ বোট (উদ্ধারকারী নৌযান) প্রদান করা হয়েছে। রাষ্ট্রদূত জনাব ইতো নাওকি বলেন, “জাপান সরকার আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য "ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি (এফওআইপি)" এর লক্ষ্য প্রচার ও প্রসারে কাজ করছে। সামুদ্রিক সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতকরণের প্রেক্ষাপট থেকে বাংলাদেশকে এই রেসকিউ বোট সরবরাহ করা হল এফওআইপি অন্তর্ভূক্ত একটি বাস্তবিক সহযোগিতা।  এই লক্ষ্য বাস্তবায়নের অংশীদার হিসেবে জাপান বাংলাদেশের প্রতি এ ধরনের বাস্তবিক সহযোগিতা অব্যাহত রেখে চলেছে”।

    সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ঘূর্ণিঝড় ও বন্যার মতো মারাত্মক প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছে। বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত বড় এবং ছোট নদীগুলি ব্যবহার করে বাংলাদেশের একটি উন্নত জল পরিবহন ব্যবস্থা রয়েছে । তাছাড়াও সমুদ্র ও অভ্যন্তরীণ জলভাগে সক্রিয়ভাবে মৎস্য চাষ করা হয়ে থাকে। বাংলাদেশের অভ্যন্তরীণ জলভাগ এবং সামুদ্রিক অঞ্চলগুলিতে বড় প্রাকৃতিক দুর্যোগ এবং জাহাজ দুর্ঘটনার ঘটনা ঘটেছে, যার ফলে উল্লেখযোগ্যভাবে সাধারণ মানুষ, জেলে এবং নাবিকরা দুর্ভোগের শিকার হয়েছে।

    এই ধারাবাহিকতায়, প্রকল্পটি দুর্যোগজনিত ত্রাণ ও উদ্ধার অভিযান ব্যবস্থা গড়ে তোলার জন্য একটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। ১৯৯৪ সালে বাংলাদেশ কোস্ট গার্ড  প্রতিষ্ঠার পূর্বে, জাপান সরকার অনুদান সহায়তার মাধ্যমে বাংলাদেশকে্ ৪৯টি বোট প্রদান করেছিল, তবে এই প্রথমবারের মতো জাপান বাংলাদেশ কোস্ট গার্ডকে সহায়তা দিয়েছে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জলদস্যুতা ও মানব পাচারের বিরুদ্ধে লড়াই, এবং প্রাকৃতিক দুর্যোগের সময় উপকূলীয় এলাকায় জরুরি  অভিযান ও উদ্ধার অভিযান পরিচালনা করার মতো বাংলাদেশ কোস্ট গার্ডের ব্যাপক পরিসরের দায়িত্ব রয়েছে। এসব কাজে সহায়তার জন্য রেসকিউ বোট (উদ্ধারকারী নৌযান) গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করা হয়।