Ambassador ITO Naoki Visited the Project Site of Japanese Grant in Cox's Bazar/ রাষ্ট্রদূত ইতো নাওকি কক্সবাজার এ জাপানি অনুদান এর প্রকল্প এলাকা পরিদর্শন করেন
2022/9/12

Dhaka, September 12 2022-
On September 12, 2022, Ambassador ITO Naoki visited Cox's Bazar to attend the handover ceremony of the “The Project for Provision of Emergency Ambulance Services in Ukhiya, Cox’s Bazar District” provided to NGO Friendship by the Government of Japan through the Grant Assistance for Grass-roots Human Security Projects (GGHSP).
The project is expected to help improve the medical infrastructure and medical environment by installing 3 ambulances at the “Rohingya” camps in Ukhiya, Cox’s Bazar District. Dr. Kazi Golam Rasul, Senior Director and Head of Health of NGO Friendship, Mr. Md. Mamunur Rashid, Deputy Commissioner of Cox’s Bazar, Mr. Md. Shamsud Doza, Additional Refugee Relief and Repatriation Commissioner and other guests also attended the ceremony.
“I hope these ambulances will save the lives and help to improve the medical environment of the ‘Rohingya’ camps.” Ambassador ITO said.
The GGHSP began in 1989 and has been contributing to social development at the grassroots level. To date, USD 16.25 million has been extended to 208 projects in Bangladesh including 3 projects at the “Rohingya” camps by the Government of Japan.
Reference: Recent GGHSP implemented in Rohingya camps in Cox's Bazar District
JFY | Organization | Project | Location | Amount (JPY) |
Summary |
2021 | Friendship | The Project for Provision of Emergency Ambulance Services in Ukhiya, Cox’s Bazar District | Camp 20, 8E, 7 | 7,931,196 | Provision of 3 ambulances in Ukhiya, Cox’s Bazar District |
2018 | Community Initiative Society (CIS) | The Project for Procurement of medical equipment to support displaced people from Myanmar and host community in Cox’s Bazar | Camp 15 | 4,784,080 | Provision of medical equipment in Ukhiya, Cox’s Bazar District |
2018 | Bangladesh Red Crescent Society (BDRCS) | The project for construction of the primary health care clinic in the camp of displaced people from Myanmar in Cox’s Bazar | Camp 12 | 8,253,728 | Construction of the primary health care clinic in Ukhiya, Cox’s Bazar District |
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ঢাকা, সেপ্টেম্বর ১২, ২০২২
১২ সেপ্টেম্বর, ২০২২-এ, রাষ্ট্রদূত ইতো নাওকি "কক্সবাজার জেলার উখিয়াতে ইমারজেন্সি অ্যাম্বুলেন্স সার্ভিসেস প্রকল্প" এর একটি হস্তান্তর অনুষ্ঠানে যোগ দিতে কক্সবাজার পরিদর্শন করেন। প্রকল্পটি ফ্রেন্ডশিপ বাস্তবায়ন করবে যা জাপান সরকার এর সহায়তায় গ্রাস-রুট হিউম্যান সিকিউরিটি প্রজেক্টের (জিজিএইচএসপি) মাধ্যমে অর্থায়ন করা হয়েছে।
প্রকল্পটি কক্সবাজার জেলার উখিয়ায় "রোহিঙ্গা" ক্যাম্পে ৩টি অ্যাম্বুলেন্স হস্তান্তরের মাধ্যমে চিকিৎসা অবকাঠামো এবং চিকিৎসা পরিবেশের উন্নতিতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে ফ্রেন্ডশিপ এনজিও-র জৈষ্ঠ্য পরিচালক এবং স্বাস্থ্য প্রধান ডাক্তার কাজী গোলাম রসুল, কক্সবাজার জেলার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জনাব মোহাম্মদ সামছু-দ্দৌজা এবং অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত ইতো বলেন "আমি আশা করি এই অ্যাম্বুলেন্স গুলো জীবন বাঁচাতে এবং 'রোহিঙ্গা' ক্যাম্পে চিকিৎসার পরিবেশ উন্নত করতে সাহায্য করবে।"
জিজিএইচএসপি ১৯৮৯ সালে প্রতিষ্ঠার পর থেকে তৃণমূল পর্যায়ে সামাজিক উন্নয়নে অবদান রেখে চলেছে। ইতিমদ্ধে জাপান সরকার কর্তৃক "রোহিঙ্গা" ক্যাম্পে ৩টি প্রকল্প সহ বাংলাদেশের ২০৮টি প্রকল্পে ১৬ ২৫ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন হয়েছে।
তথ্য সূত্রঃ সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে জিজিএইচএসপি দ্বারা বাস্তবায়ন করা হয়েছে
জাপানি অর্থবছর | সংস্থা | প্রকল্প | অবস্থান | পরিমান (জাপানি ইয়েন) | সারসংক্ষেপ |
২০২১ | ফ্রেন্ডশিপ | কক্সবাজার জেলার উখিয়ায় ইমারজেন্সি এ্যাম্বুলেন্স সার্ভিসেস প্রকল্প | ক্যাম্প ২০, ৮ই, ৭ | ৭,৯৩১,১৯৬ | কক্সবাজার জেলার উখিয়ায় ৩টি এ্যাম্বুলেন্স প্রদান |
২০১৮ | কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) | মিয়ানমার থেকে বাস্তুচ্যুত মানুষ এবং আশ্রয় দেয়া স্থানীয় জনগোষ্ঠীকে সহায়তার জন্য চিকিৎসা সরঞ্জামাদি তৈরির জন্য প্রকল্প | ক্যাম্প ১৫ | ৪,৭৮৪,০৮০ | কক্সবাজার জেলার উখিয়ায় চিকিৎসা সরঞ্জাম প্রদান |
২০১৮ | বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরএস) | কক্সবাজারে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত মানুষের ক্যাম্পে প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্লিনিক নির্মাণ প্রকল্প | ক্যাম্প ১২ | ৮,২৫৩,৭২৮ | কক্সবাজার জেলার উখিয়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্লিনিক নির্মাণ |